মাশরাফির অধিনায়কত্বের কারিশমার কথা কে না জানে। কী জাতীয় দল, কী বিপিএল- মাঠে নামলেই সফলতা চুমু খায় তার পায়ে।
তাঁর মধ্যে নাকি কিছু একটা আছে, যার কারণে সে মাঠে নামলেই এমন সাফল্য আসে। এমনটাই মনে করেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন।
রোববার (২৮ অক্টোবর) বিপিএলের ষষ্ঠ আসরের খেলোয়াড় ড্রাফ্ট অনুষ্ঠানের উদ্বোধনী বক্তব্যে একথা বলেন পাপন।
বাংলাদেশ ওয়ানডে দলের অধিনায়কের প্রশংসায় পঞ্চমুখ পাপন বলেন, ‘ও (মাশরাফি) থাকলেই মনে হয় টিম জিতে যাবে। ওর মধ্যে কিছু একটা আছে।’
এসময় ইমরুল কায়েস এবং লিটন দাসেরও প্রশংসা করেন পাপন। সাম্প্রতিক সময়ে দলের সাফল্যের কথা উল্লেখ করে তিনি বলেন, ‘এমন একটা দলই চেয়েছিলাম।’
আইসিসির বোর্ড মিটিংয়ে বাংলাদেশের সমর্থকদের প্রশংসা করা হয় উল্লেখ করে বিসিবি সভাপতি বলেন, ‘বাংলাদেশে নারী সমর্থক সবচেয়ে বেশি। বিশ্বের মধ্যে আর কোনো দেশে এত বেশি নারী দর্শক নেই।’
বিপিএলের আগামী আসরে অংশগ্রহণকারী দলগুলোকে জাতীয় দলের কথা মাথায় রাখার আহ্বান জানান।
তিনি বলেন, ‘সব টিমই চায় জিততে। তবে একটা কথা মনে রাখতে হবে, সবার আগে বাংলাদেশ। দেশের কথা চিন্তা করতে হবে।’
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন