৩০ ডলারের জায়গায় ৮০ ডলারে তেল বিক্রি করছে ইরান: জাহাঙ্গিরি - The Ready Bangla

৩০ ডলারের জায়গায় ৮০ ডলারে তেল বিক্রি করছে ইরান: জাহাঙ্গিরি

Share This

ইসহাক জাহাঙ্গিরি
ইসলামি প্রজাতন্ত্র ইরানের ফার্স্ট ভাইস প্রেসিডেন্ট ইসহাক জাহাঙ্গিরি বলেছেন, আমেরিকা কখনোই ইরানের তেল বিক্রি বন্ধ করতে পারবে না। আজ (রোববার) রাজধানী তেহরানে স্বাস্থ্যবীমা বিষয়ক এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

জাহাঙ্গিরি বলেন, ইরানের জ্বালানি তেলের শূন্যতা কেউ পূরণ করতে পারবে না। গত কয়েক মাস ধরে ইরান গড়ে প্রায় ২৫ লাখ ব্যারেল তেল রপ্তানি করেছে। এখন হয়তো কয়েক হাজার ব্যারেল তেল কম বিক্রি হবে। কিন্তু ইরানের জ্বালানি তেলের রপ্তানি বন্ধে হবে না।

তিনি বলেন, মার্কিন সরকার নিজ দেশের জনগণ এবং বিশ্বের অন্যান্য অঞ্চলের মানুষকে বলছে তেলের দাম যাতে না বাড়ে সেজন্য ইরানি তেলের শূন্যতা সৌদি আরব ও অন্যান্য দেশ পূরণ করবে। কিন্তু বাস্তবতা হচ্ছে ইরান এর আগে প্রতি ব্যারেল তেল বিক্রি করতো ৩০ ডলারে। এখন তা বিক্রি করছে ৮০ ডলারে।

আমেরিকা যদি ইরানের তেল বিক্রি বন্ধ করতে পারতো তাহলে বিশ্বে তেলের দাম ১০০ ডলার ছাড়িয়ে যেত বলে তিনি মন্তব্য করেন।
আমেরিকা অন্যায়ভাবে পরমাণু সমঝোতা থেকে বেরিয়ে গিয়ে ইরানের তেল বিক্রি পুরোপুরি বন্ধ করে দেওয়ার ঘোষণা দিয়েছে। তবে এ পর্যন্ত অনেক দেশই মার্কিন নিষেধাজ্ঞা সত্ত্বেও ইরানের তেল কেনা অব্যাহত রাখবে বলে জানিয়েছে।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Pages