ভয়াবহ অগ্নিকাণ্ডে প্রায় অর্ধ কোটি টাকার ক্ষয়ক্ষতি - The Ready Bangla

ভয়াবহ অগ্নিকাণ্ডে প্রায় অর্ধ কোটি টাকার ক্ষয়ক্ষতি

Share This
শনিবার রাতে কিশোরগঞ্জের ভৈরব শহরের নদীর পাড়ে একটি লাকড়ি মিলে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় প্রায় অর্ধ কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। এসময় আরও দশটিরও বেশি ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে ছাই হয়ে গেছে।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের চার ইউনিট প্রায় ছয় ঘণ্টা অবিরাম চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন।
প্রত্যক্ষদর্শীরা জানায়, রাত সাড়ে দশ টার দিকে লাকড়ী ব্যবসায়ী ও পৌর কাউন্সিলর মমিনুল হক রাজুর একটি লাকড়ি মিলে আগুনের সুত্রপাত হয়। মুহুর্তেই মিলের ভেতরে আগুন ছড়িয়ে পড়ে ও চারদিকে আতঙ্কের সৃষ্টি হয়।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের চার ইউনিট প্রায় ছয় ঘণ্টা অবিরাম চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন তবে কি কারণে এই আগুনের সুত্রপাত হতে পারে তাৎক্ষণিকভাবে কিছুই জানা যায়নি। ঘটনাস্হলে মানুষের ভীড় সামাল দিতে হিমসিম খায় পুলিশ।
জানতে চাইলে ভৈরব বাজার ফায়ার সার্ভিসের কর্মকর্তা মুছা ভূইয়া জানান, খবর পেয়ে আমরা আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টার করি। পরে আমাদের সাথে আরও তিনটি দমকল বাহিনীর ইউনিট যোগ দেয়। অবশেষে রাত চারটার দিকে আমরা আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হই। তবে, কিভাবে আগুণের সুত্রপাত হতে পারে, তা- এখনো জানা যায়নি।
তাছাড়া প্রাথমিকভাবে ধারণ করা হচ্ছে, এতে প্রায় পচিশ লাখ টাকার ক্ষয়ক্ষতি হতে পারে। অবশ্য, ঊর্ধতন কর্তৃপক্ষের তদন্ত শেষে প্রকৃত ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যাবে।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Pages