বাগেরহাটে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ১, আহত ১০ - The Ready Bangla

বাগেরহাটে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ১, আহত ১০

Share This
বাগেরহাটের ফকিরহাট উপজেলায় যাত্রীবাহী দুটি বাসের মুখোমুখি সংঘর্ষে অজ্ঞাতনামা এক যাত্রী নিহত হয়েছেন। আহত কমপক্ষে ১০ জন। আজ শনিবার সকাল সাড়ে আটটার দিকে উপজেলার কেন্দুয়া এলাকার বিসমিল্লাহ ফিশ ফিডের সামনে বাগেরহাট-মাওয়া মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে।
পুলিশ তাৎক্ষণিকভাবে নিহত বাসযাত্রীর পরিচয় জানাতে পারেননি। আহত ব্যক্তিদের উদ্ধার করে ফকিরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
বাগেরহাট হাইওয়ে পুলিশের উপপরিদর্শক (এসআই) মো. জামাল উদ্দিন বলেন, আজ সকালে খুলনা থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে যাওয়া গ্রিনলাইন পরিবহনের একটি বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা বাগেরহাটের শরণখোলাগামী দিদার পরিবহনের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে গ্রিনলাইন পরিবহনে থাকা অজ্ঞাতপরিচয় এক পুরুষ বাসযাত্রী ঘটনাস্থলে নিহত হন। দুই বাসের কমপক্ষে ১০ জন যাত্রী আহত হন। পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা সেখানে গিয়ে আহত যাত্রীদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করেন।

এসআই বলেন, বেপরোয়া গতিতে বাস চালানোর কারণে এই দুর্ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Pages