হোয়াটওয়াশ করেই সিরিজ জিতল বাংলাদেশ - The Ready Bangla

হোয়াটওয়াশ করেই সিরিজ জিতল বাংলাদেশ

Share This


তিন ম্যাচের সিরিজে জিম্বাবুয়েকে হোয়াটওয়াশ করে সিরিজ জিতল বাংলাদেশ। শুক্রবার বাংলাদেশে টসে জিতে জিম্বাবুয়েকে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানায়। সুযোগটা বেশ ভালোভাবেই কাজে লাগায় ট্রেইলর-উইলিয়ামস। বাংলাদেশের সামনে  ৫ উইকেটে ২৮৬ রানের লম্বা টার্গেট দেয় তারা। জবাবে ৩ উইকেট হারিয়ে জয়ের লক্ষে পৌঁছে যায় বাংলাদেশে।

বাংলাদেশের পক্ষে সর্বোচ্চ রান করে সোম্য ১১৭ রান (৯২ বল) এবং ইমরুল করেন ১১৫ রান (১১২ বল)। অপরাজিত মুশফিক ও মিথুনের সংগ্রহ  যথাক্রমে....।

রানের খাতা খোলার আগেই বাংলাদেশ লিটন দাসকে (০) হারায়। এরপর দুর্দান্ত সেঞ্চুরি করে সৌম্য ও ইমরুল বাংলাদেশকে চাপ মুক্ত করেন। এ ম্যাচে ওয়ানডেতে বাংলাদেশের ইতিহাসে সর্বোচ্চ জুটে গড়েন সৌম্য-ইমরুল ২১৭ ।

জিম্বাবুয়ের পক্ষে সর্বোচ্চ ১২৯ রান করেন উইলিয়ামস এবং ট্রেইলর করেন ৭৫

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Pages