তিন ম্যাচের সিরিজে জিম্বাবুয়েকে হোয়াটওয়াশ করে সিরিজ জিতল বাংলাদেশ। শুক্রবার বাংলাদেশে টসে জিতে জিম্বাবুয়েকে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানায়। সুযোগটা বেশ ভালোভাবেই কাজে লাগায় ট্রেইলর-উইলিয়ামস। বাংলাদেশের সামনে ৫ উইকেটে ২৮৬ রানের লম্বা টার্গেট দেয় তারা। জবাবে ৩ উইকেট হারিয়ে জয়ের লক্ষে পৌঁছে যায় বাংলাদেশে।
বাংলাদেশের পক্ষে সর্বোচ্চ রান করে সোম্য ১১৭ রান (৯২ বল) এবং ইমরুল করেন ১১৫ রান (১১২ বল)। অপরাজিত মুশফিক ও মিথুনের সংগ্রহ যথাক্রমে....।
রানের খাতা খোলার আগেই বাংলাদেশ লিটন দাসকে (০) হারায়। এরপর দুর্দান্ত সেঞ্চুরি করে সৌম্য ও ইমরুল বাংলাদেশকে চাপ মুক্ত করেন। এ ম্যাচে ওয়ানডেতে বাংলাদেশের ইতিহাসে সর্বোচ্চ জুটে গড়েন সৌম্য-ইমরুল ২১৭ ।
জিম্বাবুয়ের পক্ষে সর্বোচ্চ ১২৯ রান করেন উইলিয়ামস এবং ট্রেইলর করেন ৭৫
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন